নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংস্কার করছে সরকার : তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, কিছু সংস্কার নির্বাচনের আগে হবে এবং কিছু হবে নির্বাচনের পরে। ধারাবাহিকভাবে হবে। এই সরকার সেই চেষ্টাটাই করছে, যাতে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা যায় এবং নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা যায়।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মার্চ) ঢাকায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার আয়োজন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কারের চেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তৌহিদ হোসেন বলেন, সরকার হয়ত জনগণের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, তবে এমন একটা পথরেখা তৈরি করে দিতে পারবে, যে পথ ধরে সত্যিকারের বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজের লক্ষ্যে পৌঁছানো যাবে।
বিজ্ঞাপন
নির্ভয়ে বর্তমান সরকারের সমালোচনা করা যায় জানিয়ে উপদেষ্টা বলেন, এই সরকার নানা ইস্যুতে সমালোচনার মুখোমুখি হয়। প্রত্যেক ক্ষেত্রে আমরা সফল এটা বলব না, কিন্তু আমি বলতে চাই আজকে আপনি যেভাবে সমালোচনা করতে পারছেন, এক বছর বা আট মাস আগে আপনি কি ক্ষমতাসীন সরকারকে এভাবে সমালোচনা করতে পারতেন?
‘কোনো কিছু না হোক, এই সরকারের অর্জন অন্তত এটাই, যে কেউ নির্ভয়ে সমালোচনা করতে পারে— বলেন তৌহিদ হোসেন।
এনআই/এমএ