ডিএসসিসির এসটিএস কর্মীরা পেলেন ফার্স্ট এইড বক্স

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এসটিএস কর্মীদের জন্য দেওয়া হয়েছে ফার্স্ট এইড বক্স। ডিএসসিসি এবং সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে ওয়াটার এইডের সহযোগিতায় এসটিএস এ নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে এসব ফার্স্ট এইড বক্স দেওয়া হয়।
বুধবার (১৯ মার্চ) নগর ভবনে ফার্স্ট এইড বক্স হস্তান্তর করা হয়।
এসটিএস কর্মীদের পক্ষে কনজারভেন্সি ইন্সপেক্টরগণ ফার্স্ট এইড বক্স গ্রহণ করেন।
আরও পড়ুন
এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, এসটিএসগুলোতে যারা ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন তাদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ খুবই গুরুত্বপূর্ণ। সাজেদা ফাউন্ডেশনকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ) ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভুঁইয়া প্রমুখ।
এএসএস/এমএসএ