বারবার আইন পরিবর্তনে সমস্যার সমাধান সম্ভব নয় : মহিলা পরিষদ

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বারবার আইন পরিবর্তন করে শুধুমাত্র কঠোর সাজার বিধান রেখে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অধিকতর সংশোধন প্রসঙ্গে তারা এ কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়, আমরা জানতে পেরেছি, বর্তমান অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন আনতে যাচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ মহিলা পরিষদের বক্তব্য এই যে, তড়িঘড়ি করে আইনের পরিবর্তন নয়, বরং ধর্ষণের ঘটনার যথাযথ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে দৃষ্টি দেওয়া সবার আগে প্রয়োজন।
বিজ্ঞাপন
আরও বলা হয়, আমরা মনে করি, বারবার আইন পরিবর্তন করে শুধুমাত্র কঠোর সাজার বিধান রেখে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ মহিলা পরিষদ একই সঙ্গে আইনের যথাযথ প্রয়োগে জবাবদিহিতা নিশ্চিত করা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সংস্কৃতিক, সামাজিক ও আইনগত বৈষম্য নিরসন করে ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছে।
/এমএইচএন/এমএসএ