চট্টগ্রামে অনৈতিক কাজের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ

চট্টগ্রামে হাটহাজারীতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বলাৎকারের অভিযোগে অলি উল্লাহ (২২) নামের এক মাদরাসা শিক্ষার্থীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) ভোর ৪টার দিকে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের হাতে আটক অলি উল্লাহ নওগাঁ জেলায় রানীনগর থানার কুসুমবীর ইউপির পাচুরপুর এলাকার আব্বাস আলীর ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আটক অলি উল্লাহ পৌর এলাকার মাদরাসার শিক্ষার্থী হওয়ায় দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভা এলাকায় বসবাস করে আসছিলেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে আলীপুরস্থ রেলস্টেশন এলাকায় মানসিক ভারসাম্য এক ব্যক্তিকে বলাৎকার করার সময় দেখে ফেলেন স্থানীয় এক যুবক। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করা শুরু করলে বিষয়টি টের পেয়ে পালিয়ে যেতে দৌড় দেন অলি উল্লাহ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছে তাকে উদ্ধারের করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, এ ঘটনার ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদে আটক অলি উল্লাহ নিজেকে হাটহাজারীর ঐতিহ্যবাহী একটি মাদরাসার এইচএসসি শিক্ষার্থী বলে জানিয়েছেন। পুরো বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
আরএমএন/এমএন