ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা স্বর্ণ ব্যবসায়ীর

গাজীপুরের কালিয়াকৈরে ঋণের বোঝা সইতে না পেরে নিজের গায়ে কেরোসিন ঢেলে কেশব কর্মকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি পরিবারের।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাকে জাতীয় বার্ন ও ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।
দগ্ধ কেশব কর্মকার গাজীপুরের কালিয়াকৈর থানার পালপাড়া গ্রামের বানু কর্মকারের ছেলে।
আরও পড়ুন
ব্যবসায়ীর স্ত্রী ইতি কর্মকার জানান, আমার স্বামী গাজীপুরে স্বর্ণ তৈরির কাজ করেন। বেশ কিছুদিন যাবত তিনি ঋণ নিয়ে হতাশাগ্রস্ত। পরিবারের আমরা সবাই তাকে বুঝিয়েছিলাম আমাদের বাড়ির পাশে কিছু জায়গা আছে সেটি বিক্রি করে ঋণ পরিশোধ করা যাবে। কিন্তু আমার স্বামীর মাথাটা একটু গরম। তিনি দেনার চিন্তায় অস্থির ছিলেন। আজ রাতের দিকে আমাদের সবার অজান্তে বাড়িতেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ রাতের দিকে গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাকে ভর্তি করানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে।
এসএএ/এআইএস