এস আলমের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে কি না, তথ্য চায় মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় ও অধীন অধিদপ্তর থেকে এস আলম গ্রুপের কোনো প্রতিষ্ঠানকে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোনো কার্যাদেশ দেওয়া হয়েছে কি না, সে তথ্য চাওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ মার্চ) ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্টদের কাছে এই চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।
দুর্নীতি দমন কমিশনের একটি চিঠির বরাত দিয়ে এতে জানানো হয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং অপরাধ সংগঠনের অভিযোগের বিষয়ে একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয় ও অধীন অধিদপ্তর থেকে এস আলম গ্রুপের কোন প্রতিষ্ঠানকে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কোন কার্যাদেশ দেওয়া হয়েছে কি না অথবা এস আলম গ্রুপের কোনো প্রতিষ্ঠান কোনো প্রকল্প বাস্তাবায়নের সঙ্গে (ঠিকাদার/কনসালটেন্ট ইত্যাদি) জড়িত আছে কি না, সে সংক্রান্ত তথ্যাদি পর্যালোচনা করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, এসব তথ্যাদি/রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি আগামী ১৮ মার্চের মধ্যে প্রশাসন-১ শাখায় আবশ্যিকভাবে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
এসএইচআর/জেডএস