বিএসএমএমইউ’তে ৫৪৪ জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ৫৪৪ চিকিৎসক, নার্স ও কর্মচারীর নিয়োগ বাতিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাদের দাবি, অন্যায়-অসাংবিধানিক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নিয়োগ বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
পরীক্ষার্থী ডা. কে এন তানবীর লিখিত বক্তব্যে দাবি করেন, ২০২৩ সালের ২৬ জুন ৩ থেকে ২০ গ্রেডভুক্ত বিভিন্ন পদের জন্য প্রথমে ৫৪৪ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে কিছু সংযোজন করে এ জনবল সংখ্যা ৭৫৪ জন করা হয়। ২০২৪ সালের ২৯ মার্চ ডা. দীন মো. নরুল হক নতুন উপচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে একটি কুচক্রী মহল নানাভাবে অনিয়মের অভিযোগ এনে নিয়োগ বাতিলের দাবিতে মিটিং, মিছিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালায়।
বিজ্ঞাপন
নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ডা.তানবীর বলেন, আমরা প্রয়োজনে পুনরায় তদন্তের আবেদন জানাচ্ছি। তদন্তে কিছু বিষয় সামনে নিয়ে আসা প্রয়োজন। যেমন- প্রশ্ন ফাঁস হয়ে থাকলে সেই প্রশ্নের কোনও কপি পরীক্ষার আগে কারও কাছে পাওয়া গেছে কি না? যদি প্রশ্ন ফাঁস হয় তবে তার সঙ্গে জড়িত প্রার্থীদের কোনও প্রকার আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে কিনা?
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় অন্তঃকোন্দলের কারণে নিয়োগটি বারবার বিতর্কিত করার চেষ্টা হয়েছে। বর্তমান সময়েও আমরা একই ধারা অব্যাহত দেখতি। এটি আমাদের মেধা ও রিজিকের প্রশ্ন। নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে রাজপথে আন্দোলন ও উচ্চ আদালতে যাওয়ার হুমকি দেন তারা।
এএইচআর/এমজে