বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক, শাহবাগ থানায় মামলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন, পরে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ইয়াছিন আরাফাত (৩৪)। তিনি প্রথমে নিজেকে পরীক্ষার্থী বলে দাবি করলেও কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপর কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন, মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানে (২৮) পক্ষে ১ লাখ টাকা চুক্তিতে পরীক্ষা দিতে এসেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন আরাফাতকে আটক করে এবং তার পকেট থেকে মাহবুবুর রহমানের দেওয়া ১০ হাজার টাকা উদ্ধার করে। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শাহবাগ থানায় প্রক্সি পরীক্ষার্থী ও মূল পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়োগ পরীক্ষায় যে কোনো ধরনের অসাধু কার্যকলাপ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া, তিনি সবাইকে নিয়োগ-সংক্রান্ত প্রতারণা ও দুর্নীতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
এআর/এএমকে