৫৯ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে গড়িমসি, অভিযানে সত্যতা

দেশের ১৫টি মেডিকেল কলেজে ও ৪৪টি জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্পের ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি টিম অভিযান পরিচালনা করে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন।
দুদক জানায়, ১৫টি মেডিকেল কলেজে ও ৪৪টি জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্পের আওতায় ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর হতে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরবর্তী সময়ে National Institute of Kidney Diseases & Urology (NIKDU) তে অবস্থিত প্রকল্প অফিস থেকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে।
বিজ্ঞাপন
দুদকের দল জানতে পারে, এ প্রকল্পের টেন্ডার মোট তিনবার আহ্বান করা হয়। প্রথম টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার মূল্যায়ন কমিটি কোনও প্রতিবেদন দাখিল করেনি এবং সর্বশেষ টেন্ডার বিজ্ঞপ্তির পরে মৌখিক নির্দেশনায় বাতিল করা হয়েছে। সার্বিক বিবেচনায়, অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে এই প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত হয়ে আছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন করার কারণে টেন্ডার কার্যক্রমে বিলম্ব হয়েছে বলে অভিযানকালে প্রমাণ পাওয়া গেছে।
আরএম/এমজে