নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সাওঘাট, ভুলতা এবং মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
অভিযানে জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের দুটি সোর্স পয়েন্ট থেকে অবৈধভাবে সংযোগের প্রমাণ পাওয়ায় ২টি স্টার বার্নার, একটি আবাসিক ও একটি গিজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অপরদিকে একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় ৭টি স্টার বার্নার, ১টি বার্নার (শিক কাবাব) ও ১টি তান্দুরি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া আল মদিনা রেস্টুরেন্টে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় ৪টি স্টার বার্নার, ২টি বার্নার ও ১টি বার বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেডকে ৫০ হাজার টাকা, একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে ৩০ হাজার টাকা এবং আল মদিনা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওএফএ/এমজে