পদ্মা সেতুতে গাড়ি চলাচলে নতুন গতিসীমা

পদ্মা সেতুতে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছে আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। তাই পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এ নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে। একইসঙ্গে ঈদের সময় যদি সড়কে দুর্ঘটনা ঘটেই যায়, যাতে করে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।
আন্তঃমন্ত্রণালয় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ প্রমুখ।
এমএইচএন/এসএসএইচ