নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রি নিহত

রাজধানীর ভাটারায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. ফরিদুল ইসলাম (৩০) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফরিদুল নীলফামারীর ডোমার থানার ডাঙ্গাপাড়া গ্রামের মো. আজিজুর রহমানের ছেলে। তিনি বসুন্ধরার ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
আরও পড়ুন
নিহতের ভাই মো. লিটন বলেন, আমার ভাই রড মিস্ত্রির কাজ করতো। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লকের একটি নির্মাণাধীন ভবনের এক তলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে হাসপাতালের ১০২ নং ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। সেখানে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ভাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল। ঘটনাটি তারাই তদন্ত করবেন।
এসএএ/এমএসএ