অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার কর্মকর্তাদের ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে একটি বিশেষ ক্যাডারকে প্রাধান্য দিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন ও ভূতাপেক্ষ পদোন্নতি না দিয়ে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ।
বিজ্ঞাপন
রোববার (২ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টটিউিশনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদের সমন্বয়ক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরি ইকবাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসনের কাঙ্ক্ষিত সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বিভিন্ন প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত সংস্কারের পরিবর্তে প্রশাসন ক্যাডারকে অধিক সুবিধা প্রদানের সুপারিশ সম্বলিত জনপ্রশাসন সংস্কার কমিশন পক্ষপাতদুষ্ট প্রতিবেদন জমা দিয়েছে। এছাড়া, প্রশাসন ক্যাডারের বিভিন্ন সদস্য কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সমাবেশে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে আল্টিমেটাম দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৫ ক্যাডারের সদস্যদের অশ্রাব্য ভাষায় আক্রমণের পরও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া বৈষম্যমূলক আচরণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধুমাত্র প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও মৃতসহ ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা প্রদান এবং ২৫ ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি না দিয়ে বৈষম্যমূলক আচরণ করা হয়। এ বৈষম্য দূরীকরণে ২৫ ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির যথাযথ পদক্ষেপ গ্রহণ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবির পাশাপাশি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ন্তভুক্ত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদেরকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত র্কমর্কতারা উপস্থিত ছিলেন।
এসএইচআর/এআইএস