২৭ দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসি শাহাদাৎ
২৭ দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী। সফরে তার সঙ্গে থাকবেন স্ত্রী ও ছেলে।
নির্বাচন কমিশনের উপ-সচিব শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ৭ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী। সফরে কমিশনার তার সহধর্মিণী সারওয়াত চৌধুরী এবং ছেলে সাফায়াত হোসেন চৌধুরী সঙ্গে থাকবেন। সফরের সব খরচ কমিশনার নিজে বহন করবেন বলে চিঠিতে উল্লেখ করা আছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত সফর।
ইসির উপ-সচিব শাহ আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে চিঠির কপি পাঠানো হয়েছে।
এসআর/এসএসএইচ