আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাহাঙ্গীরের মৃত্যু

সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জাহাঙ্গীর মারা গেছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রোববার সকালে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ তিনজন এখানে এসেছে। এদের মধ্যে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৯১ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধদের মধ্যে বিউটির শরীরের ৩৩ শতাংশ ও শিশু তোহার ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছে।
আরও পড়ুন
উল্লেখ্য, রোববার সকালে সাভারের আশুলিয়ার কাঠবাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হন।
এসএএ/এসএসএইচ