কারওয়ান বাজারে টিসিবি ভবনে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন
তিনি বলেন, রাত ৮টা ৫৪ মিনিটে আগুনের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা করে। এরপর রাত ৯টা ৮ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমএসি/এআইএস