বিআরটিএ নির্ধারিত দৈনিক জমা কার্যকরের দাবি সিএনজি চালকদের

সিএনজিচালিত অটোরিকশা মালিকদের জন্য পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নির্ধারিত ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন চালকরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সিএনজি চালকদের অন্যান্য দাবিগুলো হচ্ছে- ৫০০০ সিএনজিচালিত অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন দিতে হবে; মিটার ও নো-পার্কিং মামলার নামে পুলিশি হয়রানি করা যাবে না; সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩ এর স্বার্থবিরোধী ধারা বাতিল করতে হবে; আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।
আরও পড়ুন
পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, আমরা সিএনজি অটোরিকশা চালকরা দৈনিক ১২-১৪ ঘণ্টা কাজ করেও অন্ন, বস্ত্র, স্বাস্থ্যসম্মত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা কিছু আয় করি তার সিংহভাগ নিয়ে নেয় অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘর ভাড়া দিতেও হিমশিম খেতে হয়। নিজে ও পরিবার পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমরা অটোরিকশা চালকরা ঋণের জালে জড়িয়ে আছি। অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়মনীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। এই জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একেই আইন প্রয়োগ বলে দাবি করছে।
তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশা খাতে শৃঙ্খলা আনতে আমাদের দাবিগুলো সরকারের মেনে নিয়ে বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন সংগ্রাম করা ছাড়া কোনো উপায় নেই।
সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নাফসহ সংগঠনের সদস্য সিএনজিচালিত অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/জেডএস