আয়ের আগেই কর ব্যবসার বড় বিড়ম্বনা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
বিজ্ঞাপন
প্রথম আলো
অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে
বিজ্ঞাপন
অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে সহিংস মব (বিশৃঙ্খল জনতা) পুলিশ ও আওয়ামী লীগের নেতা–কর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে হত্যাসহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড করেছে। এ সময় হিন্দু, আহমদিয়া মুসলিম ও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরাও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। তাঁদের বাড়িঘরে হামলা ও জ্বালিয়ে দেওয়া হয়েছে। হামলা হয়েছে মাজার, মন্দিরসহ ধর্মীয় স্থাপনায়। রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয়, এমন ব্যক্তিদের এসব অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেনি কর্তৃপক্ষ।
আজকের পত্রিকা
বিজ্ঞাপন
ছিলেন শ্রমিক, এখন শতকোটির মালিক লিটন
চট্টগ্রাম নগরের হালিশহরের রামপুরা এলাকার বাসিন্দা আবদুর সবুর লিটন। তাঁর প্রয়াত বাবা সেলিম ছিলেন আকিজ বিড়ি কারখানার একজন টেকনিশিয়ান। একসময় নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ছিল পরিবারটির। পরে কেরামত আলী নামের এক ব্যক্তির অনুগ্রহে একটি বিড়ি কোম্পানিতে কাজ নেন লিটন। পরে শ্রমিক সরবরাহ ও সিগারেটের ব্যান্ডরোল ব্যবসায় নামেন তিনি।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি লিটনকে। পরবর্তী সময়ে তিনি নকল বিড়ি, সিগারেট ও ব্যান্ডরোল তৈরিতে জড়িয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে সখ্য হয় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হন কাউন্সিলর। পরে বাগিয়ে নেন প্যানেল মেয়রের পদও। বর্তমানে হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন তিনি। এখন একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি একরের পর একর জায়গা, বাড়ি-বাগানবাড়ি, গাড়িসহ কয়েক শ কোটি টাকার সম্পদের মালিক লিটন। তাঁর ছোট ভাই যুবলীগের রাজনীতিতে জড়িত আব্দুল মান্নান খোকনও সিগারেটের অবৈধ কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে।
মানবজমিন
পূর্বাচলে সম্পদের পাহাড় তারিক সিদ্দিকের
তারিক আহমেদ সিদ্দিক। আয়নাঘরের কারিগর। অসংখ্য গুম-খুন, ক্রসফায়ারের সেনাপতি। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা। জনশ্রুতি আছে গত ১৫ বছরে শেখ হাসিনার পরে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব সাবেক এ মেজর জেনারেল। দেশের সমরাস্ত্র, ব্যাংক বীমা, পোশাক শিল্প, আবাসন, এভিয়েশন, শেয়ারবাজার, জ্বালানি, সামরিক বাহিনীর বদলি-পদোন্নতি, শিল্প ও বাণিজ্য খাতে তারিক সিদ্দিকের ছিল একক অধিপত্য। এসব খাত সংশ্লিষ্টদের জিম্মি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। স্ত্রী-সন্তানদের নামেও দেশে-বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ব্যবসায়ীদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল তারিক সিদ্দিক। যখন তখন একে ওকে ডেকে পাঠাতেন। দাবি করে বসতেন শত কোটি টাকা। দেড় যুগে নিজের পদ ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে শত শত বিঘা জমি, শতাধিক ফ্ল্যাট, প্লট, গাড়ি, বাড়ি, রিসোর্ট, বাংলো বাড়ি, মাছের ঘের, গরুর খামারের মালিক হয়েছেন তারিক সিদ্দিক। সম্পদে শেখ পরিবারের লোকজনকেও ছাড়িয়ে গেছেন। এক প্রকার বাধাহীনভাবে অঢেল সম্পদ গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন এই জেনারেল। কারণে অকারণে হস্তক্ষেপ করতেন সেনাবাহিনীতেও। মানবজমিন অনুসন্ধানে দেশের একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে তার গোপন বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। দেশের নানা প্রান্তে তারিক সিদ্দিকের হাজার কোটি টাকার সম্পদের সন্ধান মিলেছে। ঢাকার পূর্বাচলে শত শত বিঘা সম্পদ কিনে রীতিমতো হৈচৈ ফেলেছেন শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের এ ছোট ভাই।
বণিক বার্তা
মানব পাচারই দেশের সবচেয়ে বেশি প্রচলিত আন্তঃসীমান্ত অপরাধ
আয়েশা আক্তারের (ছদ্মনাম) বাড়ি মিয়ানমারের রাখাইনে। দেশটির সামরিক বাহিনী ঘরবাড়ি পুড়িয়ে দিলে রোহিঙ্গা জনগোষ্ঠীভুক্ত এ নারী বাংলাদেশে পালিয়ে আসেন। আশ্রয় নেন কক্সবাজারের উখিয়ার একটি উদ্বাস্তু শিবিরে। সেখানেই স্থানীয় কয়েক দালালের খপ্পরে পড়েন। মাত্র ২৫ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেয়ার প্রলোভন দেখায় তারা। বলা হয়, সেখানে গিয়ে কাজ করে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আছে তার। সে টাকা পরিশোধের পর কক্সবাজার থেকে নৌপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়া হয় তাকে। গিয়ে জানতে পারেন, বিক্রি করে দেয়া হয়েছে তাকে। সে সময় দালালরা ভুক্তভোগী এ নারীকে জানায়, তাকে মালয়েশিয়া পর্যন্ত নিয়ে যেতে তাদের খরচ হয়েছে ২ লাখ টাকার মতো। এ অর্থ তাকে বিক্রি করে আদায় করে নিয়েছে দালালরা। অনেক চেষ্টার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর সুযোগ পান তিনি। যদিও তার দেশে ফেরার সম্ভাবনা সুদূরপরাহত।
আরও পড়ুন
প্রথম আলো
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘গেস্টরুম’ সংস্কৃতির অবসান, ছাত্র সংসদ নির্বাচনের দাবি
বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে ‘গেস্টরুম’ নামে ছাত্রলীগের নির্যাতনের যে সংস্কৃতি ছিল, সেটি বন্ধ হয়েছে। হলে থাকার জন্য কোনো ছাত্রসংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণের বাধ্যবাধকতা এখন নেই। আবাসিক হলগুলোতে দখলদারত্বেরও অবসান হয়েছে সব কটি ক্যাম্পাসেই।
তবে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলো সক্রিয় আছে। বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্য কার্যক্রম শুরু করেছে এত দিন গোপনে রাজনীতি করে আসা ইসলামী ছাত্রশিবির। বিভিন্ন ক্যাম্পাসে এখন জোরালো হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি।
আজকের পত্রিকা
এস আলম পরিবারের আরও ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তাঁর পরিবারের সদস্যদের আরও ৪২টি কোম্পানির ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন বলে আদালতের সূত্রে জানা গেছে।
আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়।
কালের কণ্ঠ
উখিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ৩২ কোটি টাকার গোপন জমির সন্ধান
দেশের নানা প্রান্তসহ অজপাড়াগাঁয়েও হদিস মিলছে পতিত শেখ হাসিনা সরকারের সুবিধাভোগীদের গোপন সম্পদের। তেমনি বিপুল গোপন সম্পদের হদিস মিলেছে কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার রত্নাপালং ইউনিয়নে। গোপনে কয়েক কোটি টাকার বিনিময়ে ওই সম্পদ হস্তান্তরের প্রক্রিয়া চলাকালীন স্থানীয়দের কেউ কেউ জানতে পারেন, বাস্তবে ওই জমির মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অতি গোপনে এই জমি নিজের ছেলের শাশুড়ির নামে কিনেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
যুগান্তর
নয় মন্ত্রণালয় বিভাগে সচিব পদ শূন্য
সচিব নেই ৯ মন্ত্রণালয় ও বিভাগে। অতিরিক্ত সচিব, যুগ্মসচিব এবং উপসচিব পদে পদোন্নতিও ঝুলে রয়েছে। একাধিক বৈঠকের পর সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভা স্থগিত রাখা হয়েছে। জেলা প্রশাসকের (ডিসি) নতুন ফিটলিস্ট তৈরির কাজ শুরু হলেও বর্তমানে স্থগিত রয়েছে। বিষয়গুলো নিয়ে বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া মহার্ঘভাতার জন্য কমিটি গঠন করে আনুষ্ঠানিক ঘোষণার পর সরকার তা থেকে সরে আসায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
প্রথম আলো
জাতিসংঘের প্রতিবেদন: পুলিশ, বিচারব্যবস্থাসহ ৫ খাতে সংস্কারের সুপারিশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা ঘটেছে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতৃত্বের নির্দেশে। ভবিষ্যতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে পাঁচটি খাতে জরুরি ভিত্তিতে ও ব্যাপক পরিসরে সংস্কার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে জাতিসংঘ।
২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ ও গুরুতর আহতসহ অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল। গতকাল বুধবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেই বাংলাদেশ নিয়ে এসব সুপারিশ করা হয়েছে।
সমকাল
‘কাঁঠাল পাতা’য় বুঁদ কড়াইল বস্তি
রাজধানীর কড়াইল বস্তির পূর্ব পাশে লেকের ধারে মাটির রাস্তা। এর এক পাশে লেক, আরেক পাশে বস্তি। টিঅ্যান্ডটি নৌকাঘাট থেকে মাটির রাস্তা ধরে দক্ষিণ দিকে যেতে আনুমানিক ৫০ গজ পর সাজনাতলা। সেখানে তিন যুবক দাঁড়িয়ে কথা বলছেন। প্রত্যেকের হাতে সিগারেট। পাশ কাটিয়ে কয়েক পা এগোতেই তাদের একজন হাঁক ছাড়লেন। ‘কাঁঠাল পাতা কার কয়টা লাগবে? আছে মাত্র কয়েকটা। পরে চাইলেও পাবেন না।’
এই চিত্র ৭ ফেব্রুয়ারি রাত ৯টার। কড়াইল বস্তিতে মাদকদ্রব্য সেবন করেন এমন চারজনের সঙ্গে কথা বলে জানা গেল, হেরোইনকে ‘কাঁঠাল পাতা’ বলে ডাকা হয়। সাধারণ মানুষ যাতে না বুঝতে পারে, সে জন্য এই সাংকেতিক নাম। ইয়াবাকে বলা হয় ‘পট’ বা ‘গুটি’। গাঁজার নাম ‘ঘাসপাতা’। কাগজে মুড়িয়ে তিন ধরনের পুরিয়া করে হেরোইন বিক্রি করা হয়। পুরিয়াভেদে এর মূল্য ৫০০, ১ হাজার ২০০ ও ৬ হাজার টাকা। হেরোইনের চাহিদা মাঝে হ্রাস পেলেও বছরখানেক ধরে বৃদ্ধি পেয়েছে।
বণিক বার্তা
আয়ের আগেই কর ব্যবসার বড় বিড়ম্বনা
সিরামিক খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি করপূর্ব মুনাফা করেছিল ৫ কোটি ১৬ লাখ টাকা। যদিও এ সময়ে কোম্পানিটিকে মোট কর পরিশোধ করতে হয়েছে ৭ কোটি ৮৯ লাখ টাকা। অগ্রিম আয়করকে ন্যূনতম কর হিসেবে ধার্য করায় বছর শেষে কোম্পানিটি অর্থ ফেরত পায়নি। এর ফলে ২০২৪ হিসাব বছরে আরএকে সিরামিকসকে করপরবর্তী নিট লোকসান গুনতে হয়েছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
প্রথম আলো
ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল।
বাংলাদেশে অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তদন্তে এই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ উপলক্ষে সেখানে এ দিন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন অনলাইনে ব্রিফিংয়ের আয়োজন করে।
কালের কণ্ঠ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) বিলোপ, রাজনৈতিক দল নিষিদ্ধ না করাসহ ৪১টি সুনির্দিষ্ট সুপারিশ করেছে জাতিসংঘের তদন্ত দল। গতকাল বুধবার দুুপুরে জেনেভায় জাতিসংঘে মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর বাংলাদেশে গত জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে পাঁচটি খাত নিয়ে ৪১টি সুপারিশ রয়েছে। জাতিসংঘের তদন্ত দল বলেছে, তাদের কাছে সাক্ষাৎকার দেওয়া অনেকে জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহত।
এছাড়া ছাত্রদের নতুন দল আসতে পারে ২৪ ফেব্রুয়ারি; খালেদা জিয়া কবে ফিরবেন এখনই বলা যাচ্ছে না; ‘আয়নাঘর’ পরিদর্শনের পর প্রধান উপদেষ্টার বিস্ময় / এটা কি আমাদের জগৎ আমাদের সমাজ; ওএইচসিএইচআরের প্রতিবেদন / আন্দোলন দমাতে মানবাধিকার লঙ্ঘন, নিহত প্রায় ১৪০০; ওএইচসিএইচআরের প্রতিবেদন / গণহত্যার ঐতিহাসিক দলিল; ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯১ / ডেভিল হান্টে অধরাই থাকছে অবৈধ অস্ত্র; দুদকের জালে বাংলাদেশ ব্যাংকের ৫৬ কর্মকর্তা—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।