কীর্তনখোলায় তেলের ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৪ জন জাতীয় বার্নে

বরিশালের কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাদের এ হাসপাতালে নিয়ে আসা হয়। তারা হলেন- রুবেল (২২), মানিক (৩০), মান্না (২৫) ও সম্পদ আলী (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, বরিশালের কীর্তনখোলায় যমুনা অয়েলের একটি ডিপোতে তেল আনলোড করার সময় হঠাৎ আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে ৪ জনকে আমাদের এখানে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে রুবেলের শরীরের ৬৫ শতাংশ, মানিকের শরীরের ৬০ শতাংশ, মান্নার শরীরের ৬৬ শতাংশ ও সম্পদ আলীর শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এইচডিইউ-তে ভর্তি দেওয়া হয়েছে। তারা সবাই শ্রমিক, বলেও জানান তিনি।
বুধবার সন্ধ্যায় বরিশাল নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে প্রাথমিকভাবে তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, জ্বালানিতেল ভর্তি ড্রাম নিয়ে একটি ট্রলার কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রলারটি ত্রিশগোডাইন এলাকায় নদীতে হঠাৎ বিস্ফোরণ হয়।
এসএএ/জেডএস