ইউসিবি ও ইসলামী ব্যাংক যথেষ্ট ভালো করছে

ইউসিবি এবং ইসলামী ব্যাংক যথেষ্ট ভালো করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
উপ প্রেসসচিব বলেন, দশটা ব্যাংকের দুর্বলতা চিহ্নিত হয়েছিল। এই ব্যাংকগুলো যাতে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে। ইউসিবি এবং ইসলামী ব্যাংক যথেষ্ট ভালো করছে। তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তারা কাটিয়ে উঠে, আবার পুনরায় তাদের স্বাভাবিক কার্যক্রমের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।
এদিকে দুটি ব্যাংক উন্নতি করছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেছেন, পাবলিক সেক্টর ব্যাংকে আরো কীভাবে উন্নতি হয় সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে।
এমএসআই/জেডএস