অপারেশন ডেভিল হান্ট : নৌবাহিনীর অভিযানে হাতিয়ায় আটক ৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নোয়াখালীর হাতিয়ায় অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আটকরা হলেন- চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ও আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান এবং আবুল কালাম বিটু।
চট্টগ্রাম নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতার মিছিলে হামলার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
আটকদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র পরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে।
এমআর/জেডএস