কুড়িল পূর্বাচল সংযোগ সড়কের বিলবোর্ড অপসারণের নির্দেশ রাজউকের

কুড়িল পূর্বাচল সংযোগ সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড, ইউনিপোল, নিয়ন সাইনবোর্ড অপসারণ করে নিতে নির্দেশনা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দিয়ে বলা হয়েছে, কুড়িল পূর্বাচল সংযোগ সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড, ইউনিপোল, নিয়ন সাইনবোর্ড আগামী ৭ দিনের মধ্যে অপসারণের জন্য অনুরোধ করা হলো। অপসারণ করা না হলে রাজউক কর্তৃক শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে এ সব অবৈধ বিলবোর্ড, ইউনিপোল, নিয়ন সাইনবোর্ড অপসারণ করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজউক জনসংযোগ ও প্রটোকল শাখা থেকে বিষয়টি জানা গেছে।
রাজউকের পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) শীলাব্রত কর্মকার গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করছেন, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুড়িল পূর্বাচল সংযোগ সড়কের উভয় পাশে অনুমোদনহীন বিভিন্ন বিলবোর্ড, ইউনিপোল, নিয়ন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। অবৈধভাবে স্থাপিত এসব স্থাপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কোনো প্রকার অনুমোদন নেই। এসব সাইনবোর্ড বিভিন্ন সময় রাস্তার ওপর ভেঙে পড়ে অনেক দুর্ঘটনা ঘটায় সর্বসাধারণের নির্বিঘ্নে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে এই সব অবৈধ বিলবোর্ড, ইউনিপোল, নিয়ন সাইনবোর্ড অপসারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
কুড়িল পূর্বাচল সংযোগ সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপিত এসব স্থাপনা আগামী ৭ দিনের মধ্যে অপসারণের জন্য অনুরোধ করা হলো। অপসারণ করা না হলে রাজউক কর্তৃক শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে এগুলো অপসারণ করা হবে।
এএসএস/এসএম