পানির দাম বাড়ানোর প্রতিবাদে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ
ওয়াসার পানির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দুর্নীতি ও অনিয়ম অব্যবস্থাপনা বন্ধের দাবিতে ওয়াসা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার (২৭ মে) কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সেবার মান না বাড়িয়ে বারবার পানির দাম বাড়াতে ব্যস্ত ঢাকা ওয়াসা। জনগণের জন্য সেবার মান আগে ফেরাতে হবে। ওয়াসা এখন পানি নিয়ে বাণিজ্য করছে। গত ১৩ বছরে ওয়াসা করোনা কালে একটু পর পর হাত ধুতে বলা হচ্ছে অথচ এ সময়ে এসে পানির দাম বাড়ানো হচ্ছে। শুধু দুর্নীতি বন্ধ হলেই কোনো ভাবে পানির দাম বাড়ানোর প্রয়োজন হত না। পানি ছাড়া যেহেতু জীবন চলে না, তাই ওয়াসা পানির দামের মাধ্যেমেই বাণিজ্যের পথ বেছে নিয়েছে। পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা বলেন, কী এমন দুর্যোগ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের বসে ভার্চুয়াল মিটিং করে পানির দাম বাড়ানো হলো? ২০০৯ সালের থেকে সরকার কেন একজনকেই এমডি করে রেখেছেন। ওয়াসাতে কি কোনো যোগ্য লোক নেই? জনগণকে কেন বেশি দামে পানি কিনতে হবে। নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে পরিপূর্ণ ব্যর্থ ঢাকা ওয়াসা পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক ও জনবিরোধী। রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি পান করা যায় না।সাধারণ মানুষের কথা না ভেবে ঢাকা ওয়াসা তাদের পানির দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? তাদের সেবার মানে প্রায় সব গ্রাহক অসন্তুষ্ট, সেবার মান না বাড়িয়ে বছর বছর তারা পানির দাম বাড়িয়ে যাচ্ছেই। পানির দাম বাড়ানোর ওয়াসার এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে আমরা এর বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
জানা গেছে, গত ২৫ মে ওয়াসার বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে ঢাকা ওয়াসা, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। এ সভায় যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।
ওয়াসা সূত্র জানিয়েছে, দাম বাড়ানোর পর আবাসিক গ্রাহকদের প্রতি ১ হাজার লিটার পানির দাম দাঁড়াবে ১৫ টাকা ১৮ পয়সা। বর্তমানে ১ হাজার লিটার পানির দাম ১৪ টাকা ৪৬ পয়সা করে দিতে হচ্ছে। অন্যদিকে নতুন দাম কার্যকর হলে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম দিতে হবে ৪২ টাকা। যা আগে দিতে হত ৪০ টাকা।
করোনার শুরুর দিকে গত বছরের এপ্রিলেও এক দফা পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা। সে সময় প্রতি ইউনিটে দাম বাড়ানো হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। এরই ধারাবাহিকতায় বর্তমানে যখন করোনা ফের খারাপ রূপ ধারণ করছে, সেসময়ে এসে ফের পানির দাম বাড়িয়েছে ওয়াসা।
বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির রাজেকুজ্জামান রতন, মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী প্রমুখ।
এএসএস/এসএম