চট্টগ্রামে বোট কর্মচারীর ওপর ইজারাদারের হামলা

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকার বঙ্গোপসাগর উপকূলে রাসমনি ঘাটে এক বোট কর্মচারীর সোহান উদ্দিন ফারুকের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে।
খোঁজ নিয়ে জানা গেছে, আহত সোহান উদ্দিন ফারুক চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকার মৃত মহিউদ্দিন রিটনের ছেলে। তিনি দি রিভার মেরিন সার্ভিস নামে কোম্পানির কাজ করতেন। ওই কোম্পানির মালামাল আনা-নেওয়ার জন্য দুটি বোটের রুট পারমিট রয়েছে। আর অভিযুক্ত মাহবুব মিয়া ঘাটের ইজারাদার। তার বাড়ি গোপালগঞ্জে।
এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে দি রিভার মেরিন সার্ভিসের ম্যানেজার মো. আশরাফ জানান, রাসমনি ঘাটের ইজারাদার মাহবুব মিয়ার ভাই হাবিব মিয়া আওয়ামী লীগের নেতা। তারা গোপালগঞ্জের ক্ষমতা দেখিয়ে অবৈধ মালামাল পরিবহন করতো। গত কয়েক দিন আগে দি রিভার মেরিন সার্ভিস কোম্পানি বিআইডব্লিউটিএ থেকে ২টি বোটের রুট পারমিট নেয়। এই দুটি বোট দিয়ে সন্দ্বীপে বিভিন্ন মালামাল পরিবহণ করা হচ্ছে। এতে ঘাট ইজারাদারের অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাহবুব মিয়া আমার বোটের কর্মচারীকে কুপিয়ে জখম করেন।
আরও পড়ুন
অভিযুক্ত মাহবুব মিয়া বলেন, আমার নেতৃত্বে কোনো হামলার ঘটনা ঘটেনি। এই বিষয়ে আমি কিছু জানি না।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, কোপানোর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআর/এমএন