ক্যান্সার চিকিৎসা আধুনিকায়নে যুক্ত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি

ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে এই খাতে ব্যাপক উন্নতির পরিকল্পনা নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় হাসপাতালগুলোতে যুক্ত হচ্ছে উন্নত ও আধুনিক নানা যন্ত্রপাতি। একইসঙ্গে ৫০ শয্যার ক্যান্সার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় রূপান্তরিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) ‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের নেওয়া জনকল্যাণমূলক কর্মসূচি তুলে ধরেন অধ্যাপক সায়েদুর রহমান। তিনি বলেন, বর্তমানে দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটিকে ৩০০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হয়েছে। সংযোজন করা হচ্ছে নতুন উন্নত আধুনিক যন্ত্রপাতি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যেই বিপুল সংখ্যক নতুন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, সরকার একদিকে যেমন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে, তেমনই বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দেশেই বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করছে।
অনুষ্ঠানে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ের উপায় নিয়ে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সভাপতির বক্তব্যে ডা. মো. জাহাঙ্গীর কবীর বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন এবং দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল স্থাপন ও দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার চিকিৎসাকেন্দ্রকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে গুরুত্ব দেন।
দেশেই ক্যান্সারের সুচিকিৎসা আছে জানিয়ে তিনি অপ্রয়োজনে বিদেশে গিয়ে কষ্টার্জিত অর্থ অপচয় না করারও আহ্বান জানান।
ডা. জাহাঙ্গীর কবীর বলেন, ক্যান্সার চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল হওয়ার পরিপ্রেক্ষিতে দেশে ক্যান্সার বিমার গুরুত্ব রয়েছে। এ ছাড়া এই হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের বক্তব্যে নিজ নিজ বিভাগের রোগী সেবার মান এবং সাফল্য তুলে ধরেন।
আলোচনার পর অধ্যাপক ডা. সায়েদুর রহমান ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত ও সেবার মান আধুনিকায়নের লক্ষ্যে নতুন দুটি রেডিওথেরাপি মেশিনের উদ্বোধন করেন। এর আগে, সকাল ৯টায় সব কর্মকর্তা-কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যান্সার দিবসের র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
টিআই/এএমকে