হজ-ওমরার টিকিট নিয়ে পেঁয়াজ রসুনের মতো ব্যবসা হচ্ছে

হজ-ওমরার টিকিট নিয়ে পেঁয়াজ, রসুনের মতো সিন্ডিকেটভিত্তিক ব্যবসা করা হচ্ছে। যার কারণে বিমানের টিকিটের দাম যাত্রীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এটা কোনোভাবেই ৫০ হাজারে বেশি হওয়া উচিত নয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘হজ-ওমরাহ যাত্রীদের বিমান টিকিট সিন্ডিকেট ও মানোন্নয়ন’ নিয়ে বাংলাদেশ হজ ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, বিদেশযাত্রীদের নিয়ে সবসময় বিমান কোম্পানিগুলো সিন্ডিকেট তৈরি করে। এই সিন্ডিকেট সম্মিলিতভাবেই টিকিটের দাম বাড়িয়ে দেয়। যেই ওমরাহ সাধারণত ১ লাখ ২০ হাজার টাকা খরচের মধ্যেই সম্পন্ন করা সম্ভব, এখন সেখানে আমাদের টিকিটই কিনতে হচ্ছে এই টাকা মূল্যে। সিন্ডিকেটের অধিকাংশই আওয়ামী লীগের দোসর। এই সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দিতে হবে। আমরা ৫০ হাজারের মধ্যে টিকিট চাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারা বলেন, এখন প্রায় প্রতিটি বিমানেরই টিকিটের দাম প্রায় লাখ টাকা হয়ে গেছে। পাশাপাশি সৌদিতে হোটেল ভাড়া, খাবার দাবার, অন্যান্য খরচ তো আছেই। মুসলিম পরিবারগুলো সবসময় রমজান মাসে ওমরাহ করার নিয়ত করে। কিন্তু এত চড়া দামের কারণে মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত মুসলমানরা মহান এ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এই সরকার ও ধর্ম উপদেষ্টার প্রতি আমাদের আস্থা ছিল অনেক। কিন্তু ৬ মাসের মধ্যে একটা কালো বিড়াল এদের ঘাড়ে ভর করেছে। একটা টিকিটের মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ করেছে। কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। আপনারা যদি প্রতিবাদ না করেন, এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেন আমরা প্রতিবাদ শুরু করব।
বিজ্ঞাপন
বাংলাদেশ হজ ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান কে.এম আবু হানিফের হৃদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ অন নাছিরী, ইসলামিক আলোচক মুফতি ইলিয়াসুর রহমান জিহাদীসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সারাদেশ থেকে মুয়াল্লিম প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
টিআই/এমএ