কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়
কেরানীগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর বেগুনপট্টি এলাকার ফোর ব্রাদার্স ওয়াশিং কারখানা গ্রিন ল্যান্ড ওয়াশিং কারখানা ও আল্লাহর দান ওয়াশিং কারখানার মোট ১৮টি ড্রায়ার ও ৩টি বয়লারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং ও ক্যাপিং করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫৮৪ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। এ সময় ২৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ২৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, ৩টি কম্প্রেসার, ৫০০ ফুট হোস পাইপ, ৩ সেট ড্রায়ার বার্নার ও ৮টি বল ভাল্ব জব্দ করা হয়।
এছাড়া অবৈধভাবে তিনটি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজন আবাসিক ব্যবহারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অবৈধ সংযোগসমূহের সোর্স লাইনের ২ ইঞ্চির ৩ ফিট এবং ১ ইঞ্চির ২০ ফিট পাইপ অপসারণ করে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।
বিজ্ঞাপন
অপরদিকে গদারবাগ, কেরানীগঞ্জ এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ব্যতিরেকে ও বিনা লাইসেন্সে ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে আরটি ফিলিং স্টেশন প্রতিষ্ঠানের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওএফএ/এমএন