মোহাম্মদপুরে যৌথ অভিযানে গ্রেনেড উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া বেশ কয়েকটা সাউন্ড উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দুই ঘণ্টাব্যাপী মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, অভিযানে সাউন্ড গ্রেনেড ছাড়াও বিশেষ ধরনের একটি গ্রেনেড পাওয়া গেছে। সেটি বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, বসিলা ৪০ ফিট এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।
এমএসি/জেডএস