চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রামের মিরসরাই উপজেলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসচালকসহ অন্তত ১০ জন।
শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার মিঠাছড়া বাজারের দক্ষিণে হাদি মুসা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীরা ছিলেন। তারা শিক্ষা সফরে রাঙামাটি ও কক্সবাজার যাচ্ছিলেন। শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিরসরাই এলাকায় গাড়ি এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে বাসচাপায় ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. জিয়া উদ্দিন বলেন, দুর্ঘটনার পর বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এক পথচারী নিহত হয়েছেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এমআর/এমজে