বেক্সিমকো শ্রমিকদের দাবি কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকদের গতকালকের (বুধবার) ভাঙচুরের ঘটনা তদন্ত করা হবে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকদের দাবিগুলো কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, হঠাৎ গতকাল তারা (বেক্সিমকোর শ্রমিকরা) সমাবেশ করে বলেছে তাদের তিনটা দাবি। দাবিগুলো আমার মনে হয় কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। অত্যন্ত অযৌক্তিক এসব দাবি। তারপরও তারা বলেছে মানববন্ধন করবে রাস্তাঘাট বন্ধ করবে। তারা করেছেও, আমরা কিছু বলিনি। পুলিশ মোতায়েন ছিল, আর্মি মোতায়েন ছিল, তারাও তাদের বাধা দেয়নি।
আরও পড়ুন
গতকাল যানবাহন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটি করার কথা ছিল না। এটি কখনো হয়নি। হঠাৎ করে এটি কেন হলো, তা আমরা খতিয়ে বের করবো।
তিনি আরও বলেন, এরকম বড় ঘটনা এর আগে ঘটেনি। ছোটখাটো ঘটনা ঘটেছে। এটাও একটা তদন্ত হবে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সঙ্গে মিলে এটা একটা করা হবে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করবো এ বিষয়ে উনি নিশ্চয়ই দেখবেন।
উল্লেখ্য, বুধবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটা থেকে শ্রমিকরা বেক্সিমকো গ্রুপের বন্ধ ঘোষণা করা ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। এর মধ্যে শ্রমিকরা চারটি গাড়িতে আগুন এবং অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালান। তারা গ্রামীণ ফেব্রিক্স নামে একটি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে রাত আটটার দিকে সেনাবাহিনী, পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এসএইচআর/এসএম