নাব্য স্বাভাবিক রাখতে নদীবন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নাব্য স্বাভাবিক রাখার জন্য আমাদের নদীবন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে ‘নৌপরিবহন ও নাব্যতা : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদ সেমিনারটি আয়োজনে সহযোগিতা করে।
এম সাখাওয়াত হোসেন বলেন, নাব্য সংকটে নৌপথে আমাদের বড় বড় লঞ্চ, স্পিড বোর্ড আটকে যায়। উত্তরবঙ্গে যে নদীগুলো ছিল এখন সে নদীগুলো মরে যাচ্ছে। রাজশাহীতে পদ্মা নদীর এপার থেকে ওপার হেঁটে যাওয়া যাচ্ছে। এখন ড্রেজিং করে নদীগুলোর নাব্যতা আমাদের ফিরিয়ে আনতে হবে।
আরও পড়ুন
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের এ যুগে এসে নদীগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমাদের সৌভাগ্য যে এতগুলো নদী এ দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
তিনি বলেন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন দিয়ে শুরু, আমি পরিবেশ আন্দোলন অনেকদিন থেকে করেছি, এখনো করছি ভদ্রভাবে। এখান থেকে আবার যখন ফেরত যাব, পরিবেশকর্মীই থাকতে চাই।
উপদেষ্টা বলেন, দেশটা তো আমাদের। প্রতিষ্ঠান যদি ভালো থাকে আপনারা সবাই উপকৃত হবেন। কাজেই প্রতিষ্ঠানটাকে ভালো করার কাজে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবুর সভাপতিত্বে সেমিনারে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।
এছাড়াও সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক আমিনুর রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএসএইচ