সীমান্ত সমস্যা একদিনে সমাধান করতে পারবো না : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা একদিনে সীমান্ত ইস্যুর সমস্যা সমাধান করতে পারবো না, আবার কখনো যে হবে না— এ নিশ্চয়তাও দিতে পারবো না। সীমান্তে এ ধরনের সমস্যা হতে থাকবে, আর আমরা ডিল করতে থাকবো। এ ধরনের সমস্যা এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে।
বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
ভারতীয় কূটনীতিকরা বলছেন, আন্তর্জাতিক আইন মেনে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমরা যখন বলছি, এটা আমাদের বোঝাপড়ার বাইরে যাচ্ছে, তখনই তো আমরা বুঝেই বলছি। তখন আলোচনার প্রশ্নও আসে, সেই আলোচনায় আমরা যাবো।
তিনি বলেন, তবে সাধারণ হিসাব হচ্ছে, জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে প্রাচীর থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে, যেমন তামাবিল সীমান্ত, ওখানে তো ঘর তোলার জায়গায় নেই। ক্ষেত্র বিশেষে এমন জায়গা নিয়ে আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, সীমান্তে উত্তেজনা নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এনআই/এসএম