৩৫ কেজি আতশবাজিসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর শাঁখারী বাজার এলাকা থেকে ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজিসহ নয়ন চন্দ্র রায় (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে শাঁখারী বাজারের ৬ নম্বর পান্নিটোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার থানার একটি টিম গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাঁখারী বাজার এলাকায় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের বিস্ফোরকদ্রব্য মজুদ রয়েছে। পরে রাতে শাঁখারী বাজার ৬ নম্বর পান্নিটোলা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ও কাগজের বক্সে বিভিন্ন ধরনের সর্বমোট ৩৫ কেজি বিস্ফোরকদ্রব্য আতশবাজি উদ্ধার করা হয়। উদ্ধার এসব আতশবাজির আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় নয়ন চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ।
এমএসি/এমএন