প্রবাল ও জীবাশ্ম নিয়ে জাতীয় জাদুঘরে প্রদর্শনী
বিভিন্ন প্রজাতির প্রবাল ও জীবাশ্ম নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরে ১৬ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এর উদ্বোধন করেন জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাফরিজা শ্যামা। এতে দেশ-বিদেশের ১৩৫টি জীবাশ্বা ও প্রবাল উপস্থাপন করা হয়েছে।
জাদুঘরের ‘প্রাকৃতিক ইতিহাস বিভাগ’ এ আয়োজন করেছে। প্রদর্শনীটি আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিরল সামুদ্রিক রহস্য সচক্ষে দেখার জন্য শিক্ষার্থীদের আনাগোনায় গতকাল প্রদর্শনীর উদ্বোধনী দিনেই মুখর হয়ে ওঠে গ্যালারি।
উদ্বোধন অনুষ্ঠানে নাফরিজা শ্যামা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞানের শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে। আগামীতে বড় পরিসরে এর আয়োজন করা হবে। জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের কিপার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাকৃতিক ইতিহাস বিভাগের কিপার (চলতি দায়িত্ব) মো. সেরাজুল ইসলাম।
সভাপতির বক্তব্যে মনিরুল হক বলেন, এ প্রদর্শনী বিজ্ঞান গবেষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক। কারণ তারা গবেষণাগারে ডাইনোসরসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ফসিল সরাসরি দেখার সুযোগ পান না। এ প্রদর্শনীতে তারা সে সুযোগ পাবেন।
এসএম