আগামী সপ্তাহের মধ্যে জাতিসংঘে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাবে সরকার
ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে জাতিসংঘের একটি অগ্রবর্তী এবং তথ্যানুসন্ধান দল তদন্ত করেছে। সংশ্লিষ্ট একাধিক প্রতিবেদন ইতোমধ্যে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে দেওয়া হয়েছে। বাকি রিপোর্টগুলো আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব তথ্য জানান।
মুখপাত্র বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষঙ্গিক কিছু তথ্য প্রাপ্তির অপেক্ষায় আছি। আগামী সপ্তাহের মধ্যে সে সব তথ্যাদি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছি।
রফিকুল আলম বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তকাজের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের চাওয়া তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ করেছে। সরবরাহকৃত তথ্যাদির প্রাপ্তি স্বীকার করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইতোমধ্যেই একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।
তিনি বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম শেষে তদন্ত প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে, সে সংক্রান্ত কোনও তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি।
এনআই/এমজে