গণঅভ্যুত্থানে আহত ৮ ব্যক্তির ভিসা প্রাপ্তি
চলতি মাসে এখন পর্যন্ত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৮ ব্যক্তি ও তাদের পরিবারের ৪ সদস্যদের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করার তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
মুখপাত্র জানান, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনসমূহের মধ্যে সমন্বয় সাধন করে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রক্রিয়ায় গত ১-৮ জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত ৮ জন ব্যক্তি ও তাদের পরিবারের ৪ সদস্যদের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন
রফিকুল আলম বলেন, ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বিদেশি মিশনসমূহের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অগ্রাধিকার দিয়েছে এবং সংশ্লিষ্ট মিশনসমূহের কাছ থেকে একই রকম আন্তরিক সহায়তা পেয়েছে।
এনআই/এমএ