ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই করবে ঢাকা ওয়াসা
ঠিকাদারি লাইসেন্স তালিকাভুক্ত, ঠিকাদার লাইসেন্স নবায়ন, শ্রেণি উন্নীতকরণ, মালিকানা পরিবর্তনসহ সকল বিষয়ে যাচাইবাছায়ের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা ওয়াসা। এতে কাজে আরও স্বচ্ছতা আসবে বলে প্রত্যাশা করছে সংস্থাটির পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়া এই কার্যক্রম পরিচালনা করার জন্য একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি। এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে এই কমিটি অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন
সচিব মশিউর রহমান খান বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ঢাকা ওয়াসার ঠিকাদার এনলিস্টমেন্ট কমিটি গঠন করা হয়েছে। ঠিকাদারদের সার্বিক বিষয় যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করবে এই কমিটি।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, ৭ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ ব্যবস্থাপনা পরিচালককে এবং সদস্য সচিব করা হয়েছে প্রশাসন বিভাগের উপসচিবকে।
এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা ওয়াসার সচিব, আরপিইঅ্যান্ড এম সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী, পয়ঃ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রধান হিসেব রক্ষণ কর্মকর্তা এবং বস্ত্র অধিদপ্তরের উপ-পরিচালাক (কারিগরি) সাইফুর রহমান।
এএসএস/এমএসএ