অনুমোদনবিহীন ‘মধুমতি মডেল টাউন’ নিয়ে রাজউকের গণবিজ্ঞপ্তি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনবিহীন ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্প নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড রাজউকের মাস্টারপ্ল্যানে বন্যা প্রবাহ এলাকা হিসেবে চিহ্নিত আমিনবাজারের বিলামালিয়া ও বালিয়ারপুর মৌজাসমূহে জলাভূমি ভরাট করে ‘মধুমতি মডেল টাউন’ নামক প্রকল্প গ্রহণ করে।
মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড কর্তৃক নিবন্ধন গ্রহণ ও প্রকল্প অনুমোদন ব্যতীতই বালি ভরাট করে প্লট ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। যা মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সব পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর প্রাকৃতিক জলাধারের সংজ্ঞা অনুযায়ী মাস্টারপ্ল্যানে চিহ্নিত এবং ধারা ৫, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬ (ঙ) এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) এর বিধি ১৬(৩) এর পরিপন্থি কার্যক্রম।
আরও পড়ুন
জলাভূমি ভরাট করে গৃহীত ‘মধুমতি মডেল টাউন’ নামক প্রকল্পের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) জনস্বার্থে রিট পিটিশন মামলা দায়ের করে (মামলা নং ৪৬০৬/২০০৪, সিভিল আপিল নং ২৫৩-২৫৬/২০০৯ সিপি নং ১৬৮৯/২০০৬, সিভিল রিভিউ পিটিশন নং ৫১-৫২/১৩ সঙ্গে সিআরপি নং ৫৫-৫৭/১৩ এবং সিআরপি নং ২১/১৪)। মামলার চূড়ান্ত শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করেন এবং বন্যা প্রবাহ এলাকা পুনরুদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নির্দেশনা প্রদান করেন।
রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) এ ও ওই এলাকার মুখ্য জলস্রোত অববাহিকা, প্রাকৃতিক জলাশয় হিসেবে চিহ্নিত রয়েছে। আদালত কর্তৃক ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্পকে অবৈধ ঘোষণা করার পরেও যেসব প্লট মালিকরা ‘মধুমতি মডেল টাউন’ বা উক্ত স্থানে ভিন্ন প্রকল্প নামে প্লট ক্রয়-বিক্রয় করছেন এবং ইমারত, স্থাপনা নির্মাণ করেছেন তাদের নিজ উদ্যোগে উক্ত স্থাপনাসমূহ অপসারণের জন্য অনুরোধ করা হলো।
অন্যথায় মধুমতি মডেল টাউন সংক্রান্ত হাইকোর্টের রিট মামলা নং-৪৬০৬/২০০৪, সিভিল আপিল নং-২৫৩-২৫৬/২০০৯, সিপি নং-১৬৮৯/২০০৬, সিভিল রিভিউ পিটিশন ৫১-৫২/১৩ এর সি আর পি নং ২১/১৪ এর মাধ্যমে প্রদত্ত রায়, আদেশ বাস্তবায়ন করার নিমিত্তে রাজউক কর্তৃক জলাশয় পুনরুদ্ধারপূর্বক ওয়াটার বডি রেজিস্ট্রেশন করা এবং এ সংক্রান্ত ব্যয় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকল্প উদ্যোক্তা মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড থেকে আদায় করা হবে। একইসঙ্গে ওই প্রকল্পের অভ্যন্তরে বিদ্যমান অবৈধ স্থাপনাসমূহ অপসারণের কার্যক্রম পরিচালনা করা হবে এবং এ সংক্রান্ত ব্যয় দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট ১৯১৩ অনুযায়ী প্লট, ইমারত, স্থাপনার মালিকদের কাছ থেকে আদায় করা হবে। সর্বসাধারণের সদয় অবগতির জন্য এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
এএসএস/এসএসএইচ