আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন
শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন করেছে সরকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
এতে জানানো হয়, সরকার আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন সংক্রান্ত আগের প্রজ্ঞাপন রহিত করে শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে নিম্নরূপে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি-টিসিসি) পুনর্গঠন করল।
আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভাপতি করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এবং সদস্য সচিব হয়েছেন এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম)।
এসএইচআর/এসএসএইচ