অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং বিস্ফোরক অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে লাইসেন্সবিহীনভাবে সিএনজি ফিলিং করে ট্রান্সপোর্ট করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চারটি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাদুঘর সংলগ্ন ইছাপাড়ায় দুই ভাট্টি বিশিষ্ট একটি চুন কারখানায় বৈধ আবাসিক সংযোগ থেকে অবৈধ বাণিজ্যিক শ্রেণিতে গ্যাস ব্যবহার করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে ৩০০ ফিট এমএস ও ৬০০ ফিট পিভিসি পাইপ এবং ১টি ব্লোয়ারসহ মোট ৬টি বার্নার জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং করা হয়েছে। চারটি কারখানার মধ্যে ৩টি চুনকারখানার ভাট্টি এক্সেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুন কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়।
৪টি স্পটের ৩টি স্পটে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড আরোপ করা যায়নি।
এ ছাড়া মোগরাপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া সিএনজি গ্যাস ট্রান্সপোর্ট করে দূরবর্তী পরিবহনের জন্য সিলিন্ডারে ভর্তিকরণের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুমতি সিএনজি কমপ্লেক্সকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে কেরাণীগঞ্জের দোলেশ্বর এলাকায় তিতাস গ্যাসের অবৈধ গ্যাস লাইন উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নামবিহীন ৩টি ওয়াশিং কারখানার অবৈধ লাইন কিলিং করা হয়েছে।
আরও পড়ুন
এছাড়াও এই কারখানার ১৮টি ড্রায়ার বার্নার, ৩টি বয়লার বার্নার ও ১টি ভাট্টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এতে দৈনিক ভিত্তিতে ৫০ হাজার ৮৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে যার মূল্যমান প্রায় ৪৩ হাজার ২২৩ টাকা।
এসময় মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনো দণ্ড আরোপ করা যায়নি।
ওএফএ/এনএফ