‘পিএসসিতে নাশকতা ঘটাতে’ এসে যুবক আটক
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নাশকতা করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক।
গতকাল দুপুরের দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডার গ্রাউন্ডের গ্যারেজের ভিতরে একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভার দ্বারা আটকানো বিদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করে। বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার নিরাপত্তাকর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি তাকে আটক করেন।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তি সচিবালয় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছিল।
আরও পড়ুন
আটক হওয়া যুবকের নাম মো. আল আমিন, বয়স ৩৯ বছর। পরে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি শেরে বাংলা নগর থানায় জানালে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে শেরে বাংলা নগর থানায় তার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়।
এনএম/এনএফ