সাবেক এমপি আবুল কালাম আজাদের ৬ কোটি টাকার অবৈধ সম্পদ
গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নামে ৬ কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অবৈধভাবে ও জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬৬৮ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৭টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ২০ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮২ টাকা জমা ও ২০ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা উত্তোলনসহ প্রায় ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। ওই টাকা তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেছেন।
আরও পড়ুন
তিনি দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এজাহারে আরও বলা হয়, আবুল কালাম আজাদের স্ত্রী মোছা. রুহুল আরা রহিমের নামে উৎস তথ্য বিহীন ৫০ লাখ ৯৯ হাজার ৫৭৪ টাকার সম্পদ পাওয়া যায়। যার বৈধ ও গ্রহণযোগ্য কোনো উৎস পাওয়া যায়নি। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন করা হয়েছে।
আরএম/এআইএস