চট্টগ্রামে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি এসএম সোহেল ওরফে এইচএম সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার উপজেলার হাসপাতাল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল হাটহাজারীর পশ্চিম আলমপুর এলাকার মো. সামছুল হুদা ওরফে নুরুল হুদার ছেলে।
র্যাব জানায়, সোহেলের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে চেক জালিয়াতির অভিযোগে একটি নালিশি মামলা বিচারাধীন ছিল। প্রক্রিয়া শেষে এটিতে আসামি সোহেলকে মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
চট্টগ্রাম র্যাবের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. সাদমান সাকিব বলেন, আদালতের সাজা এড়াতে সোহেল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সোমবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহেল নিজের নাম-ঠিকানা প্রকাশ করে নিজেকে দণ্ডপ্রাপ্ত আসামি বলে স্বীকার করে। আদালতে পাঠানোর জন্য তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।
এমআর/এমএ