পরিবহন-রাইড শেয়ারিং সেক্টরে ন্যায্যতা প্রতিষ্ঠায় যৌথ সুপারিশ
শ্রম সংস্কার কমিশনের কাছে সড়ক পরিবহনের ওয়ার্ক অ্যান্ড হেলথ সেফটি অ্যাসিসটেন্স সেন্টার এবং ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন পৃথকভাবে তাদের সুপারিশমালা প্রদান করেছে।
সোমবার (৬ জানুয়ারি) বিজয় নগর শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের নিকট তারা এসব সুপারিশ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন- শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সদস্য শাকিল আখতার চৌধুরী, ড. মাহফুজুল হক, আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতন, এ এন এম সাইফুদ্দিন, আরিফুল আলম প্রমুখ।
সড়ক পরিবহন সেক্টরে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে পাঁচটি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়েছে। সেগুলো হলো- কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, স্বাস্থ্যসেবা সুবিধা, নিয়মিত প্রশিক্ষণ, বীমা সুবিধা, মোবাইল মেডিক্যাল ইউনিট।
অন্যদিকে রাইড শেয়ারিং সেক্টরে ন্যায্যতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে ৭টি বিষয়ে সুপারিশ উত্থাপন করা হয়েছে। সেগুলো হলো- রাইড শেয়ারিং আইন প্রণয়ন ও বাস্তবায়ন, ন্যায্য ভাড়া কাঠামো, কমিশন হার সীমাবদ্ধকরণ, প্ল্যাটফর্ম ও বুকিং ফি বাতিল, আইডি বন্ধের ন্যায়সংগত প্রক্রিয়া, চালকদের সুরক্ষা, ক্যান্সেলেশন ও অপেক্ষা ফি।
পরে কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, সব মতবিনিময় সভায় আমরা বিভিন্ন সেক্টর থেকে শ্রমিকদের নতুন নতুন কাজ করার দিক খুঁজে পাই।
এএসএস/এমজে