ঢাকায় বেশি আমানত মতিঝিলে, সবচেয়ে কম ভাষানটেকে
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
কে কখন কোন দাবিতে সড়ক অবরোধ করে বসবেন, এমন একটা আশঙ্কা নিয়ে ঢাকার মানুষকে এখন চলাচল করতে হয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ব্যানারে ব্যস্ত সড়কে হাজির হচ্ছেন কেউ না কেউ। যাঁরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন, তাঁদের বেশির ভাগ নিজেদের ‘বঞ্চিত’ বা ‘বৈষম্যের শিকার’ দাবি করছেন।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
পাঁচ মাসে বঞ্চিত ও বৈষম্যের শিকারসহ নানা দাবিতে ১০১ আন্দোলন
কেউ সুনির্দিষ্ট ‘ব্যানার’ নিয়ে আন্দোলন করছেন, আবার কেউ ব্যানার ছাড়াই হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করছেন। যেমন গত ২৬ আগস্ট সকালে হঠাৎ শাহবাগ এলাকার সড়ক অবরোধ করেন প্যাডেলচালিত শত শত রিকশাচালক। তাঁদের দাবি, ব্যাটারিচালিত রিকশা ঢাকার সড়কে চলতে পারবে না।
যুগান্তর
থামছেই না অহেতুক প্রশিক্ষণের নামে বিদেশ সফরের প্রস্তাব। পতিত আওয়ামী লীগ সরকার আমলে শুরু হওয়া এই অপকর্ম এখনও অব্যাহত আছে। এবার রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের উন্নয়নের একটি প্রকল্পে স্ট্রিটলাইট (সড়ক বাতি) ও সড়ক উন্নয়ন দেখতে বিদেশ যেতে চান ৪০ কর্মকর্তা। এজন্য চাওয়া হয়েছে ১০ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ কোটি ২০ লাখ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ ও অনুদানের অর্থ থেকে ৮ কোটি ৩৭ লাখ টাকা খরচের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি অনুমোদন পেলে প্রত্যেক কর্মকর্তার পেছনে ব্যয় হবে প্রায় ২৬ লাখ ৪৩ হাজার টাকা। ‘ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কান্ট্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এলজিইডি পার্ট)’ শীর্ষক নতুন প্রকল্পে এমন প্রস্তাব করা হয়েছে। কিন্তু দেশের চলমান আর্থিক সংকটে প্রকল্পের অর্থে বিদেশ সফরে কড়াকড়ির আরোপ করেছে সরকার। এজন্য এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে ভেটো দেয় পরিকল্পনা কমিশন।
সমকাল
২৪ দফার ইশতেহার নিয়ে সামনে আসছে তরুণদের দল
রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সারাদেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তরুণদের এই দল ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন দেশ গড়তে ২৪ দফার ইশতেহার (মেনিফেস্টো) নিয়ে আত্মপ্রকাশ করবে। এতে থাকবে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিকভাবে দেশকে তারা কীভাবে গড়ে তুলতে চায়, সেসব বিষয়। থাকবে নতুন রাষ্ট্র বিনির্মাণের পথরেখা। জাতীয় ঐক্যই হবে দলের মূল আদর্শ।
নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না। এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে থেকে যাবে। নতুন দলের প্রধান একক কর্তৃত্বশালী যেন না হন, সে জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁকে অপসারণের ব্যবস্থা থাকবে। কারও পারিবারিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে যেন তৃণমূল থেকে কেন্দ্রে উঠে আসতে পারে– এমন বিষয় প্রাধান্য পাবে রাজনৈতিক দলের গঠনতন্ত্রে। দলের প্রধান সরকারপ্রধানসহ নির্বাহী কোনো পদে থাকতে পারবেন না।
বণিক বার্তা
সক্ষমতার তিন গুণেরও বেশি রোগী ভর্তি থাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আলেয়া বেগম (ছদ্মনাম)। বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সংক্রমণে ভুগছেন ষাটোর্ধ্ব এ নারী। সঙ্গে দেখা দিয়েছে শ্বাসকষ্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসেন তিনি। চিকিৎসকদের কথামতো ভর্তি হয়ে গেলেও শয্যা খালি না থাকায় শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে হাসপাতালের সিঁড়িতে। এ বৃদ্ধার মতো জটিল রোগ নিয়ে ভর্তি হওয়া আরো অনেক রোগীকে এভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়।
কালের কণ্ঠ
জানা যায়, গত বছরের আগস্ট মাসে আকস্মিক অতিবৃষ্টি এবং ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় বড় ধরনের বন্যা হয়। ফেনী, নোয়াখালীর লক্ষ্মীপুরেও ধানের কাঙ্ক্ষিত ফলন হয়নি। স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, ত্রুটিযুক্ত বীজের কারণে ওই সব জেলার কোনো কোনো উপজেলায় কাঙ্ক্ষিত ফলন হয়নি। কোথাও কোথাও বীজের মধ্যে ভুসির মিশ্রণ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। কিছু জায়গায় মোটামুটি হলেও সন্তোষজনক নয়। সব মিলিয়ে কৃষকরা ফলন নিয়ে হতাশ বলে কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন।
আরও পড়ুন
মানবজমিন
‘আসামি বাণিজ্য’ চলছেই, মামলা ছাড়াও গ্রেপ্তার
গণঅভ্যুত্থানের পর দেশ জুড়ে গণহত্যা মামলা নিয়ে বাণিজ্য চলছেই। সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিয়ে মামলা বাণিজ্য বন্ধ করা যাচ্ছে না। এসব মামলা বাণিজ্য রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে খোদ পুলিশ কর্মকর্তারা জড়িয়েছেন। প্রকৃত আসামির পাশাপাশি নিরীহ ব্যক্তিদের আসামি করে হয়রানি করা হচ্ছে। আবার টাকার বিনিময়ে প্রকৃত আসামিকে গ্রেপ্তারও করা হচ্ছে না। অথচ মামলায় নাম নেই এমনকি ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততা নেই এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। ৫ই আগস্টের পর গণহত্যার ঘটনায় করা ঢালাও মামলার তদন্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের যেসব কর্মকর্তারা এসব মামলার তদন্ত করছেন তারা কুলকিনারা করতে পারছেন না।
প্রথম আলো
ঢাকায় বেশি আমানত মতিঝিলে, সবচেয়ে কম ভাষানটেকে
দেশের ব্যাংকে গ্রাহকদের যত আমানত জমা আছে, তার অর্ধেকের বেশি ঢাকার জেলার। ব্যাংকের মোট আমানতের প্রায় ৫২ শতাংশ বা ৯ লাখ ৪১ হাজার কোটি টাকাই ঢাকার জেলার। গত বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকে জমা মোট আমানতের পরিমাণ ছিল ১৮ লাখ ২৫ হাজার কোটি টাকার বেশি। যার বেশির ভাগই ঢাকা জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও প্রতিষ্ঠানের। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রকাশিত দেশের ব্যাংকগুলোর বিভিন্ন তথ্য–উপাত্তনির্ভর প্রতিবেদন থেকে আমানতের এই চিত্র পাওয়া গেছে।
সমকাল
ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২.৯২ শতাংশ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও গত বছরের শেষ মাসে কমে ১০ দশমিক ৮৯ শতাংশে নেমে এসেছে। আগের মাস নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।
গত জুলাইয়ের পর থেকে অক্টোবরের খাদ্য মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ। এ সময় মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটে। ফলে ১৪ দশমিক ১০ শতাংশে পৌঁছায় মূল্যস্ফীতি। এদিকে, ডিসেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে। আগের মাসে এটি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।
কালের কণ্ঠ
দেশে বেকার বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার
দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার। আর বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.৪৯ শতাংশ। গত বছর একই সময়ে তা ছিল ৪.০৭ শতাংশ। আগের বছরের একই সময়ে দেশে বেকার জনগোষ্ঠী ছিল ২৪ লাখ ৯০ হাজার।
গত বছরের একই সময়ের চেয়ে বেকার বেড়েছে এক লাখ ৭০ হাজার। গতকাল রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিএস প্রথমবারের মতো এবার শ্রমশক্তি জরিপে ১৯তম আইসিএলএস অনুযায়ী বেকারত্বের হার প্রকাশ করেছে। বিশ্বের বেশির ভাগ দেশই এখন এ পদ্ধতির ব্যবহার করে থাকে।
দেশ রূপান্তর
সরকারি সংস্থার প্রকল্পেই সাবাড় হচ্ছে চট্টগ্রামের পাহাড়গুলো। ডিটি-বায়েজিদ সংযোগ সড়কে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ১৬ পাহাড় কাটার ঘটনাটি এখনো সুরাহা হয়নি। খাড়া পাহাড়গুলোকে অর্ধকাটা অবস্থায় রেখে দেওয়ায় বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে। এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন পাহাড় কেটে কৈবল্যধামে লেকসিটি আবাসিক এলাকা এবং সিটি করপোরেশন দক্ষিণ খুলশীতে ভিআইপি আবাসিক এলাকা গড়ে তুলেছিল। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও।
যুগান্তর
হাহাকার বাসাবাড়ি শিল্পকারখানায়
দেশব্যাপী তীব্র গ্যাস সংকট চলছে। এক সপ্তাহ ধরে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না। ঘুরছে না শিল্পকারখানার চাকা। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। সিএনজি ফিলিং স্টেশনেও গ্যাসের চাপ নেই। গ্যাস নিতে গাড়ির দীর্ঘ লাইন রাজধানীজুড়ে যানজট সৃষ্টি করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে মাতারবাড়ির মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) গত এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় এই সংকট বেড়েছে। এ কারণে ১ জুানয়ারি থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ১ হাজার থেকে ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।
কালের কণ্ঠ
কুমিল্লার চান্দিনা থানার নতুন ভবন নির্মাণের পর হস্তান্তর করা হয়েছে ২০২০ সালে। তবে চার বছর না যেতেই ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ছোট ছোট ফাটল, দেয়ালে ড্যাম আর খুলে পড়ছে টয়লেটের টাইলস। পুলিশ বিভাগের ১০১টি জরাজীর্ণ থানা ভবন নির্মাণ ও সংস্কার প্রকল্পের আওতায় ভবন নির্মাণে বেরিয়ে এসেছে এ ধরনের চিত্র। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে (পিসিআর) এ চিত্র ফুটে উঠেছে।
প্রথম আলো
একদিক থেকে সন্দ্বীপ যেন দেশের মধ্যে একখণ্ড ‘বিদেশ’। সিঙ্গাপুর বা ব্রুনাইয়ের বাসিন্দাদের শাকসবজি যেমন আসে মালয়েশিয়া থেকে, তেমনি সন্দ্বীপের মানুষের ভাতের পাতে সবজি আসে যশোর, নরসিংদী থেকে। কেননা, সন্দ্বীপে এখন আর শাকসবজির চাষ নেই বললেই চলে। সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে প্রতিদিন কী পরিমাণে শাকসবজি এখানকার আড়তদারেরা নিয়ে আসেন, সেই পরিসংখ্যানেই ফুটে ওঠে সন্দ্বীপের কৃষির দুরবস্থা।
কুমিরা-গুপ্তছড়া ঘাট থেকে গাড়ির হিসাব ও সন্দ্বীপের প্রধান দুটি আড়ত থেকে প্রথম আলোর অনুসন্ধানে প্রাপ্ত তথ্য বলছে, প্রতিদিন অন্তত ৯০ টন শাকসবজি চট্টগ্রাম হয়ে সন্দ্বীপে ঢুকছে। তার মানে, বছরে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন শাকসবজি এই উর্বর মাটির দ্বীপের বাইরে থেকে আনতে হচ্ছে। উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, ২০২৩-২৪ সালে সন্দ্বীপে মোট সবজি উৎপাদন হয়েছে ৬০ হাজার ১০১ মেট্রিক টন। তাঁদের এই দাবি কতটা যথার্থ, সে বিতর্কে না গিয়ে বরং ভেবে দেখা যেতে পারে, সন্দ্বীপের মাত্র ৭ শতাংশ কৃষিজমিতে (প্রথম পর্বে এর ব্যাখ্যা আছে) এই পরিমাণ সবজি ফলছে। অন্তত ৫০ শতাংশ জমিও যদি সবজি চাষের আওতায় আনা যেত, তবে তো লাখ লাখ টন শাকসবজি বাইরে বেচে লাভবান হতে পারতেন সন্দ্বীপের কৃষক।
এছাড়া দুই সংস্থার ভিন্নমতে কপাল পুড়ল চাকরিপ্রত্যাশীদের; টিউলিপের পর আলোচনায় রূপন্তীর ফ্ল্যাট; প্রধান উপদেষ্টা / সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সেনাসদস্যদের; সালাহউদ্দিন আহমেদ / তারেক রহমানের ফেরার পরিবেশ তৈরি হয়নি; মোট মামলা হয়েছিল ৮২টি / এখনো দেড় ডজন মামলা তারেক রহমানের বিরুদ্ধে—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।