প্রবাসীদের সেবায় কনসাল জেনারেলের সৌদির পশ্চিমাঞ্চল পরিদর্শন
সৌদি আরবের পশ্চিমাঞ্চলের শহর ইয়ানবু ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলেটের সেবা সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা গত ৩-৪ জানুয়ারি ইয়ানবু সফর করেছেন।
স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) কনস্যুলেট জেনারেল জেদ্দা জানায়, কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের নেতৃত্বে সংশ্লিষ্ট উইংয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ সেবা প্রদান করে।
এই দু’দিনে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্নধরনের সেবা দেওয়া হয়। সেবা সমূহের মধ্যে রয়েছে- পাসপোর্টের আবেদন গ্রহণ, পাসপোর্ট ডেলিভারি, বিভিন্ন ডকুমেন্ট সত্যায়ন, ট্রাভেল পারমিট প্রদান, জন্ম নিবন্ধনের আবেদন গ্রহণ, প্রবাসীদের আইনি সহায়তা বা প্রয়োজনীয় চিঠি সরবরাহ, প্রবাসী কল্যাণ কার্ড নিবন্ধনের আবেদন গ্রহণ ও বিতরণ, সোনালী ব্যাংকের হিসাব খোলা, বন্ড ক্রয় করাসহ অন্যান্য সেবা। পাসপোর্টের আবেদন গ্রহণের ক্ষেত্রে সেবাপ্রার্থীদের ই-পাসপোর্ট গ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করা হয়।
৩ জানুয়ারি হানিফ কোম্পানি ফর কনট্রাকটিং-এ প্রবাসী কর্মীদের আবাসস্থল পরিদর্শন করে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হয়। প্রবাসী কর্মীরা তাদের কর্মস্থল, বেতন, কাজের পরিবেশসহ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেন। কর্মকর্তারা প্রবাসীদের নানাবিধ প্রশ্নের জবাব দেন।
কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশি এবং হানিফ কোম্পানি ফর কনট্রাকটিং-এর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। তিনি কোম্পানি কর্তৃপক্ষকে বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান এবং প্রবাসী শ্রমিকদের বেতন, কাজের পরিবেশসহ আনুষঙ্গিক বিষয় উত্তরোত্তর উন্নতির জন্য অনুরোধ জানান। তিনি সেবা প্রার্থীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো ও স্থানীয় আইন কানুন গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য পরামর্শ দেন।
এনআই/এসএম