পাবনায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
পাবনা মধ্যশহরের আব্দুল হামিদ রোডে রেজাউল করিম স্বপন নামের এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে।
রোববার (০৫ জানুয়ারি) বিকেলে শহরের লতিফ টাওয়ারের নিচে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদারি করেন। তিনি সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়া মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে।
ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রোববার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেওয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন ট্রাফিক মোড়ের পাশে লতিফ টাওয়ারের নিচে যান। সেখান ৮/১০ জনের ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভেতরে টাকা নেই।
আরও পড়ুন
স্থানীয়রা বলেন, জান ও মালের নিরাপত্তা একেবারেই কমে গেছে৷ জনসম্মুখে কিভাবে ছিনতাই হয়ে গেল, এটা কী ভাবা যায়। রাস্তাঘাট বাড়ি ঘর দোকানপাট হাটবাজার অফিস আদালতে সব জায়গায় এখন নানা ঝুঁকি নিয়ে আতংক আর উৎকণ্ঠা নিয়ে চলতে হচ্ছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে। আশা করছি অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে।
রাকিব হাসনাত/এমএন