চট্টগ্রামে গাছের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ
চট্টগ্রামের হাটহাজারীতে নুর উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলায় ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য খোকন জানান, এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিকেলের দিকে স্থানীয়রা উল্লেখিত এলাকার কদল মহল চৌধুরী বাড়ির নুর উদ্দিনকে তার বাড়ির পেছনে পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএমএন/এমএ