ফুটপাতে জমজমাট শীত পোশাকের বেচাকেনা
দিনকয়েক আগে রাজধানীতে হঠাৎ বেড়ে গেছিল শীত। দুই দিন দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল নগরী। তবে এখন শীত কিছুটা কমলেও সামনে আরও বাড়ার আভাস রয়েছে। এমন আবহাওয়ায় বেচা-বিক্রি জমে উঠেছে রাজধানীর ফুটপাতের শীতের পোশাকের দোকানগুলোতে।
রোববার (৫ জানুয়ারি) রাজধানীর গুলিস্তান, জিরো পয়েন্ট, ব্লেজার পট্টিসহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর গুলিস্তান ও পীর ইয়ামেনী মার্কেটের সামনের ফুটপাতে অস্থায়ী পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়। চাদর, জ্যাকেট, সোয়েটার, হুডি, গেঞ্জি, টুপি, পায়জামা, কাটিগান, লং কোট থেকে শুরু করে সব ধরনের শীতের পোশাক বিক্রি হচ্ছে। ফুটপাতে এসব পোশাকের অপেক্ষাকৃত কম দাম হওয়ায় নিম্নবিত্তের পাশাপাশি উচ্চবিত্তরাও পছন্দসই পোশাক কিনছেন সেখান থেকে।
ঢাকা পোস্টের সঙ্গে কথা হয় রুবেল নামে এক বিক্রেতার। তিনি শীতের শুরু থেকেই পীর ইয়ামেনী মার্কেটের সামনে অস্থায়ী দোকান পেতেছেন। রুবেল বলেন, এতদিন বিক্রি তেমন ভালো ছিল না। গত কয়েক দিন শীত বাড়ায় বিক্রিও প্রচুর বেড়েছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, আমরা অল্প লাভে পোশাক ছেড়ে দিচ্ছি। প্রচুর বিক্রি বাড়ছে। তাই কম লাভেই বিক্রি করছি।
রওশন মিয়া নামে আরেক বিক্রেতা বলেন, বেচা-বিক্রি বেড়েছে। আশা করছি শীত যদি বাড়ে সামনে আরও ভালো বিক্রি হবে।
তিনি বলেন, অনেকেই দাম জিজ্ঞাসা করে চলে যান। এমনটা আগে বেশি হয়েছে। তবে এই দুই তিন দিন আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে।
ইয়ানুর নামের এক ক্রেতা বলেন, পরিবারের লোকজনের জন্য শীতের পোশাক কিনতে এসেছি। এতদিন যেসব কাপড়ে চলছে এখন আর সেসবে হচ্ছে না। একটু ভারী পোশাক নিতে এসেছি। তবে দামটা একটু বেশি চাওয়া হচ্ছে।
জাহানুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, শীত বেড়েছে। বাবার জন্য নতুন একটা শীতের পোশাক কিনতে এসেছি। বাচ্চাদের জন্যও নেবো।
এমএম/এমএ