নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীতে অন্তত ৩৫টি মামলা করেছিল তৎকালীন পুলিশ। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা ওই সব সাজানো মামলায় হত্যার দায় চাপানো হয়েছিল বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ওপর। এখন পুলিশের তদন্তে উঠে এসেছে, হত্যার ঘটনার সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা জড়িত নন।
এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—
প্রথম আলো
আ.লীগের পতনের আগে করা ৩৫ মামলা সাজানো
অবশ্য ৩৫ মামলায় উঠে আসা ৬২ জন হত্যায় কারা জড়িত, তা পুলিশ বের করতে পারেনি। খুনিদের শনাক্ত করতে না পেরে সম্প্রতি সেই সব মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আওয়ামী লীগ সরকার জুলাই হত্যাকাণ্ডে নিজেদের দায় এড়াতে বিএনপি ও জামায়াতের ওপর দোষ চাপিয়ে পুলিশকে দিয়ে মামলা করিয়েছিল। সেসব মামলা থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের অব্যাহতি দেওয়া গ্রহণযোগ্য। কিন্তু হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত করতে না পারা গ্রহণযোগ্য নয়।
সমকাল
নতুন পাঠ্যবই পেতে শুরু করেছে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় চার কোটি শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রকাশিত এসব বইয়ে বিষয়বস্তুর পাশাপাশি বড় পরিবর্তন এসেছে আধেয়তে (কনটেন্ট)। শিক্ষার্থীদের হাতে যাওয়া পাঠ্যবই বিশ্লেষণে দেখা যায়, নতুন নতুন গল্প-কবিতা যুক্ত করায় বাদ পড়েছে অনেক কিছু। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার লেখাও বাদ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ইতিহাস বর্ণনায়। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, রাজনৈতিক ব্যক্তিত্বদের জীবনী ও কর্মকাণ্ড নিয়ে আধেয় থেকে ঝেড়ে ফেলা হয়েছে অতিরঞ্জিত ইতিহাস। রাজনীতিকদের সম্মান দেওয়া হয়েছে ব্যক্তি-বন্দনা কমিয়ে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকার। এ ক্ষেত্রে এনসিটিবির ৪১ বিশেষজ্ঞ ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করেছেন।
বণিক বার্তা
ব্যাংকের মুনাফার প্রধান উৎস এখন সরকারি কোষাগার
দেশের ব্যাংকগুলোর আয়ের প্রধান উৎস এতদিন ছিল বেসরকারি খাত। মুনাফা করত শিল্প ও সেবা খাতে দেয়া ঋণের সুদ ও কমিশন থেকে। কিন্তু এ মুহূর্তে ব্যাংকের আয় ও মুনাফার প্রধান উৎস হয়ে উঠেছে সরকারি কোষাগার। ব্যাংকগুলো এখন ব্যক্তি খাতকে না দিয়ে সরকারকেই বেশি ঋণ দিচ্ছে। এতে ফুলেফেঁপে উঠেছে বেশির ভাগ ব্যাংকের মুনাফা।
কালের কণ্ঠ
জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ২৫৭ কোটি ডলারের ভোগ্য পণ্য আমদানির এলসি খোলা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। অন্যদিকে ভোগ্য পণ্য আমদানি নিষ্পত্তি কমেছে ১৩ শতাংশেরও বেশি। কারণ চলতি অর্থবছরের প্রথম চার মাসে ২৪০ কোটি ডলারের এলসি নিষ্পত্তি হলেও আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ২৬৫ কোটি ডলার।
দেশ রূপান্তর
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ মোট আটটি হাসপাতালের জন্য প্রয়োজনহীন বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। বছরের পর বছর বাক্সবন্দি অবস্থায় পড়ে থেকে সরকারের ২৮ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার ৮২০ টাকা ক্ষতি হয়েছে। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে এ অনিয়মের বিষয়টি উঠে এসেছে।
যুগান্তর
ছাপ্পান্ন ভাগ আসামিই নিচের স্তরের সদস্য
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করে পুলিশ বাহিনী। পতন ঘটা হাসিনা সরকারের আজ্ঞাবহ ‘পুলিশ লীগ’র কতিপয় কর্মকর্তার নির্দেশ পেয়ে বেপরোয়া হয়ে ওঠে মাঠের পুলিশ।
নিরস্ত্র ছাত্র-জনতাকে নির্মম ভাবে প্রকাশ্যে গুলি করে যার অন্যতম দৃষ্টান্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদ। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে ভুক্তভোগী ও ভুক্তভোগীর স্বজনদের মামলার আসামি হয়েছেন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। অনেকের বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে।
আরও পড়ুন
সমকাল
৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। ইতোমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে প্রশাসন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নিয়ে প্রশাসন ধীরে চলো নীতিতে রয়েছে। ছাত্রদল চাচ্ছে, ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের পর নির্বাচন হোক। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাম সংগঠনগুলো এবং ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা দ্রুত নির্বাচন চাচ্ছে।
প্রথম আলো
নতুন বাজেট হবে সাড়ে ৮ লাখ কোটি টাকার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী মূল্যস্ফীতির প্রকৃত তথ্য এখন উঠে আসছে। সে কারণেই সাধারণ মানুষের মতো রেকর্ড-ছোঁয়া খাদ্য মূল্যস্ফীতি দেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও। শীত মৌসুমের কারণে শাকসবজির দাম এখন কম, কিন্তু নতুন বাজেট ঘোষণা হবে আগামী জুনে। তত দিনে কম দামে শাকসবজি পাওয়ার কথা নয়।
এদিকে মার্কিন ডলারের সংকট পুরোপুরি কেটে যায়নি। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবস্থা খারাপ। রপ্তানি আয় ও প্রবাসী আয়ের প্রবাহটা একটু ভালো থাকলেও সার্বিকভাবে অর্থনীতিতে টেকসই অবস্থাটা আসেনি এখনো।
বণিক বার্তা
বাদ পড়েছে প্রায় ৫৬ শতাংশ জনগোষ্ঠী
২০২৪ সালের আদমশুমারির প্রতিবেদন বলছে, বর্তমানে মিয়ানমারের জনসংখ্যা ৫ কোটি ১৩ লাখ। নতুন আদমশুমারি অনুযায়ী, এক দশক আগের তুলনায় দেশটিতে জনসংখ্যা কিছুটা কমেছে। যদিও জান্তা সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় ৫৬ শতাংশ জনগোষ্ঠী গণনার আওতায় আসেনি বলে মিয়ানমার নাউয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে। আদমশুমারিতে এবারো অন্তর্ভুক্ত করা হয়নি রোহিঙ্গা জনগোষ্ঠীকে।
যুগান্তর
সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা
রাজস্ব আয় কম হওয়ায় চলতি ব্যয় মেটাতে সরকারকে অভ্যন্তরীণ উৎস থেকে বড় অঙ্কের ঋণ গ্রহণ করতে হচ্ছে। সরকারের বড় অঙ্কের ঋণের জোগান আসে ব্যাংক খাত থেকে। কিন্তু এবার তারল্য সংকটের কারণে ব্যাংক খাত চাহিদা অনুযায়ী সরকারকে বড় অঙ্কের ঋণের জোগান নিশ্চিত করতে পারছে না। উলটো ব্যাংকে তারল্যের জোগান বাড়াতে সরকার এ খাত থেকে নেওয়া আগের ঋণ কিছুটা পরিশোধ করছে।
মানবজমিন
প্রতিদিন গড়ে ২৫০ বিদেশির আবেদন
বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বৈধকরণে রীতিমতো হিড়িক লেগেছে। ভিসা বৈধকরণের জন্য প্রতিদিন গড়ে ২৫০টিরও বেশি আবেদন পড়ছে। এর মধ্যে মোট ৩৩ ক্যাটাগরির ভিসাধারী রয়েছেন। যাদের অধিকাংশ আবেদনকারীর ভিসার মেয়াদ শেষ। অর্থাৎ অবৈধ বলে জানিয়েছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অধিদপ্তর কার্যালয় সূত্র। পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়, আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই বাংলাদেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, শিক্ষার্থী, বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিক, ফুটবলারসহ নানা কাজ করছেন। এসব অবৈধ নাগরিককে প্রতিদিন গুনতে হবে ৩ হাজার টাকা জরিমানা। সেই হিসেবে ৯০ দিন অতিক্রান্ত হলে ৯১ দিনের জন্য ২ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। এমনিতে বিভিন্ন উৎসব, পালাপার্বণ-ধর্মীয় অনুষ্ঠান, দীর্ঘ ছুটি উপলক্ষে ভিসা বৈধকরণের চাপ বেশি থাকলেও ডিসেম্বর মাসে এটা তুলনামূলক বেশি ছিল। এবং জানুয়ারিতে এটা আরও বৃদ্ধি পেতে পারে বলে দাবি পাসপোর্ট অধিদপ্তরের। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত ৪ঠা ডিসেম্বর জরিমানার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্র জানায়, বাংলাদেশে বৈধ ভিসায় আসা বিদেশি নাগরিকরা অবৈধভাবে অবস্থান করলে প্রথম ১৫ দিনের ক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানা।
কালের কণ্ঠ
ডাকাতি-দস্যুতা আগের চেয়ে বেড়েছে
গত আগস্ট থেকে পুলিশের তৎপরতা আগের চেয়ে তুলনামূলকভাবে কম। এই সুযোগে বিভিন্ন বাসাবাড়ি, সড়ক-মহাসড়ক কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির মতো অপরাধমূলক ঘটনা বেড়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট এক হাজার ৬৭২টি ডাকাতি-দস্যুতার মামলা হয়েছে। সেই হিসাবে প্রতি মাসে গড়ে ১৫২টি ডাকাতি-দস্যুতার মামলা হয়েছে।
সমকাল
দেশের বিভিন্ন জেলায় গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৯ রোগের ৩০টি প্রাদুর্ভাব দেখা যায়। এদের মধ্যে ১১টি ভাইরাসের প্রকোপ ছিল শুধু রাজধানীতেই। এ ছাড়া রাজশাহীতে দুটি ভাইরাসের প্রকোপ বেশি ছিল। একই সঙ্গে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও খুলনার বেশ কিছু এলাকায় ঘুরেফিরে কয়েকটি ভাইরাসের সংক্রমণ ঘটে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) রোগের প্রাদুর্ভাব-সংক্রান্ত বার্ষিক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। মূলত মৌসুমি রোগ বা ভাইরাসের হঠাৎ বৃদ্ধিকে প্রাদুর্ভাব বলা হয়। এ ছাড়া ২০২৪ সালে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বছরজুড়ে থাকায় এ ভাইরাসকে প্রাদুর্ভাবের মধ্যে গণনা করা হয়নি।
বণিক বার্তা
আমন কর্তন শেষ ৯৫%, উৎপাদন ১ কোটি ৬৫ লাখ টন ধান
চলতি আমন মৌসুমের ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে মাড়াই হয়েছে ৯৫ শতাংশ জমির ফসল। এতে উৎপাদন হয়েছে ১ কোটি ৬৫ লাখ টন ধান। যদিও এ মৌসুমে সরকারের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৭৮ লাখ টন। পরপর দুটি বন্যার প্রভাবে এবার উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাতসংশ্লিষ্টরা অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, উৎপাদনের তথ্যটি সঠিক হলে বাজারে এর প্রভাব পড়ত। অথচ ভরা মৌসুমে সরবরাহ কম থাকার অজুহাতে ব্যবসায়ীরা উল্টো চালের দাম বাড়িয়েছেন। তাই সরকারি হিসাবে উৎপাদন কিছুটা বাড়িয়ে দেখানো হতে পারে বলে মনে করছেন তারা। কেউ কেউ অবশ্য জানান, লক্ষ্যের কাছাকাছি উৎপাদন হলেও চালকল মালিকদের কারসাজিতে বাজারে দাম বাড়তি।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন; বগুড়ায় ১০ টাকায় মিলছে ‘সব রোগের’ চিকিৎসা; লন্ডনে পৌঁছেই হাসপাতালে যাবেন খালেদা জিয়া—সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।